জান্নাতী সুর;
ভিডিও | কামাল ইউসুফে'র সুললিত কণ্ঠে সূরা "ইব্রাহীম" তিলাওয়াত
ইকনা: কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা "জান্নাতী সুর"এর সংকলনটি তৈরি এবং প্রকাশ করেছে যার মধ্যে ইসলামী বিশ্বের নামকরা ক্বারীদের স্মরণীয় তেলাওয়াত রয়েছে। এই পর্বে মিশরের প্রসিদ্ধ ক্বারি কামাল ইউসুফে'র সুললিত কণ্ঠে সূরা "ইব্রাহীমে"র আয়াতের মনোমুগ্ধকার তিলাওয়া তুলে ধরা হল: